ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
রাজশাহীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা

রাজশাহী: রাজশাহী মহানগরীতে সোমবার (১৯ জানুয়ারি) শিশির পরিবহন নামে যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব-১১-২৮৫৬) আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে।

মহানগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

এদিকে, হরতাল ও অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ আম্বিয়া বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর রেশম ভবনের সামনে শিশির পরিবহন নামে যাত্রীবাহী বাসে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুঁড়লে আম্বিয়া বেগম (৪০) নামে ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আম্বিয়া বেগম চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার ইসরাফিল হকের স্ত্রী।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।