ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে মিনু ও বুলবুলকে আসামি করে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
রাজশাহীতে মিনু ও বুলবুলকে আসামি করে মামলা

রাজশাহী: রাজশাহীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮৯ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

গত সোমবার শিশির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় এ মামলা হয়।



ওই মামলায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ আরো ২৯ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় ‍৬০ জনকে আসামি করা হয়েছে।

মহানগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তবে ওই  মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

এদিকে, হরতাল ও অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ আম্বিয়া বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর রেশম ভবনের সামনে শিশির পরিবহন নামে যাত্রীবাহী বাসে অবরোধকারীরা পেট্রোল বোমা ছুড়ে মারলে আম্বিয়া বেগম (৪০) নামে ওই গৃহবধূ দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।