ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে আ’লীগ কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
চাঁদপুরে আ’লীগ কার্যালয়ে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের কুমিল্লা রোডে কার্যালয়ের দরজায় আগুন দিয়ে পালিয়ে তারা।



আগুনে কার্যালয়ে থাকা ব্যানার, বেশ কয়েকটি চেয়ার ও দরজার অনেকাংশ পুড়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নন্দন সরকার বাংলানিউজকে জানান, রাতে টহল শেষে শপথ চত্বর এলাকায় অবস্থান করছিলেন তারা।   হঠাৎ আওয়ামী লীগ অফিসে আগুনের খবর পেয়ে এসে স্থানীয় কয়েকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।

চাঁদপুরের পুলিশ সুপর মো. আমির জাফর বলেন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।