ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
মাগুরায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

মাগুরা: মাগুরায় হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত মাগুরা সদর, শালিখা ও মহম্মদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।



আটক নেতাকর্মীরা হলেন-সদর থানার রামনগরের রিয়াজ উদ্দিন (৩০), ভায়নার আনোয়ার শেখ (৩০), সাতদোহার আকাশ মল্লিক (২৫), পারলার পাভেল মল্লিক (২৮), আলমগীর হোসেন (২৫), অনিক মল্লিক ও সুমন শেখ (২২), শালিখা থানায় বাকলবাড়িয়ার সীমান্ত কুণ্ডু (৩০), মহম্মদপুর থানায় সিরগ্রামের আবু বক্কর (২৯), সিদ্দিক (৩০) ও সুমন মিয়া (২২)।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নেতাকর্মীদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

এছাড়া, খুলনা ও ঢাকা বিভাগে বিএনপির ডাকা হরতাল মাগুরায় কোনো প্রকার পিকেটিং ছাড়াই ঢিলেঢালাভাবে চলছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।