ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে শিবিরের ঝটিকা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বরিশালে শিবিরের ঝটিকা মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে বরিশালে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। এসময় তারা সড়কের উপর কাগজে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরীর গোরস্থান রোডে ছাত্রশিবির কর্মীরা জড়ো হয়ে সড়কে আগুন জ্বালিয়ে বসে অবরোধের পক্ষে স্লোগান দিতে থাকে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে শিবির কর্মীরা পালিয়ে যায়।

নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। সকাল থেকেই আভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে যান চলাচল করছে, স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচলও।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।