ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয় ঘেরাওয়ে যাচ্ছে গাড়ি চালক ও প্রজন্মলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
খালেদার কার্যালয় ঘেরাওয়ে যাচ্ছে গাড়ি চালক ও প্রজন্মলীগ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন গাড়ি চালক সমাজ ও প্রজন্মলীগ নেতাকর্মীরা। তাদের অপর এক অংশ জড়ো হচ্ছেন জাতীয় প্রেসক্লাবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যেই তাদের এই জমায়েত।

বেলা ১১টারে দিকে তাদের ঘেরাও কর্মসূচি শুরু হওয়ার কথ‍া।

এ প্রতিবেদন লেখার সময়ে কয়েকশ’ চালক হাতে ব্যানার পোস্টার নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবরোধ ও হরতাল বন্ধের দাবিতে স্লোগানও দিচ্ছিলেন।

আর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ গুলশান ২ এর ডোরেইন টাওয়ারের নিচে জমায়েত হয়ে খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।   

প্রজন্মলীগের সভাপতি ফাতেমা জামান সাথী জানান, সকাল ১১টার দিকে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করা হবে।

এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার কার্যালয়ের বিপরীত দিকে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।  

আর কার্যালয়ের পাশেই সড়ক পরিবহন শ্রমিক লীগের সমাবেশ চলছে। ১১টার দিকে তারাও খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ওয়াহেদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।