ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নলছিটি ভাইস চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
নলছিটি ভাইস চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ মো. দুলালের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর ৩টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এতে তার ব্যবহৃত মোটরসাইকেল ও রান্না ঘরের কিছু অংশ পুড়ে যায়।

পুলিশ, প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, নলছিটির ভাইস চেয়ারম্যান শরীফ মো. দুলালের উপজেলা শহরের পূর্ব মালিপুরের বাড়ির রান্নাঘর ও সিঁড়ির নিচে রাখা মোটরসাইকেলে আগুন দেয় দ‍ুর্বৃত্তরা। বাড়ি লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।   পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে পুড়ে যায় ভাইস চেয়ারম্যানের ব্যবহৃত মোটরসাইকেল ও রান্না ঘরের কিছু অংশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে আমরা এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।