ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয় ঘেরাওয়ে গাড়ি চালক ও প্রজন্মলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
খালেদার কার্যালয় ঘেরাওয়ে গাড়ি চালক ও প্রজন্মলীগ ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিচ্ছেন শত শত গাড়ি চালক ও প্রজন্মলীগ নেতাকর্মীরা। তাদের একটি অংশ গুলশানে খালেদার কার্যালয়ে জমায়েত হলেও অপর একটি অংশ প্রেসক্লাব থেকে খালেদার কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।


 
প্রজন্মলীগের সভাপতি ফাতেমা জামান সাথী জানান, অবরোধ ও হরতাল বন্ধের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

একই কথা জানান, গুলশানে জমায়েত হওয়া সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ওয়াহেদুজ্জামান।

এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার কার্যালয়ের বিপরীত দিকে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।  


বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** খালেদার কার্যালয় ঘেরাওয়ে যাচ্ছে গাড়ি চালক ও প্রজন্মলীগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।