ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজাপুরে বাসে হামলা-ভাঙচুর, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
রাজাপুরে বাসে হামলা-ভাঙচুর, আহত ৪

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ঐশি পরিবহনের যাত্রীবাহী একটি লোকাল বাসে এক স্কুল শিক্ষককে উঠতে না দেওয়াকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ওই শিক্ষকসহ চারজন আহত হয়েছেন।



বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-স্কুল শিক্ষক, গাড়ির হেলপার, সুপারভাইজার ও চালক। তবে শিক্ষক পিন্টু মৃধা ছাড়া বাকিদের নাম জানা যায়নি। আহত পিন্টু মৃধা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, উপজেলার আঙ্গারিয়া গ্রামের শিক্ষক পিন্টু মৃধা ভান্ডারিয়া যাওয়ার উদ্দেশে ওই বাসটিতে উঠতে চাইলে গাড়ির হেলপার তাকে উঠতে বাধা দেন। এরপরও তিনি ওঠার চেষ্টা করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় কিছু লোকজন এসে শিক্ষক পিন্টুর পক্ষ নিয়ে গাড়িতে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে ও হেলপার, সুপারভাইজার এবং চালককে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে গাড়ির স্টাফরা গাড়ি রেখেই পালিয়ে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। মীমাংসার জন্য উভয়পক্ষকে খবর দেওয়া হয়েছে। তবে কোনো কারণে মীমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।