ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খুব দ্রুত ধরা পড়বে সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
খুব দ্রুত ধরা পড়বে সন্ত্রাসীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বললেন, সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য নিতে সময় লেগেছে। এখন তথ্য চলে এসেছে, গ্রেফতার অভিযান চলছে।

আশা করছি খুব দ্রুত সন্ত্রাসীরা ধরা পড়বে।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা অডিটরিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
 
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, পেট্রল বোমা যারা মারছে, আপনারা তাদের পরিচয় যদি আইন-শৃঙ্খলা বাহিনীকে দিতেন তাহলে আরো আগেই এদের ধরা সম্ভব হতো, দমন করা সম্ভব হতো।  
 
বিএনপি-জামায়াতের চলমান আন্দোলন সম্পর্কে হানিফ বলেন, জামায়াত-বিএনপি মিলে যে কর্মকাণ্ড করে যাচ্ছে, এসব কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড। পেট্রল বোমা দিয়ে মানুষ হত্যা করা, গাড়ি বা সরকারি সম্পত্তি ধ্বংস করা -এটি সভ্য দেশে রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয় না। এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। অনেককেই সনাক্ত করে তালিকা করা হয়েছে, ধরার চেষ্টা চলছে।
 
খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নেত্রীর নির্দেশে সন্ত্রাসীরা পেট্রল বোমা মেরে, গাড়ি পুড়িয়ে, মানুষ পুড়িয়ে হত্যা করে, অতঙ্ক সৃষ্টি করে কর্মসূচি সফল করার চেষ্টা করছে। সেই হিসেবে এসব হত্যাকাণ্ডের দায়ভার বিএনপি নেত্রী এড়াতে পারে না। নির্দেশদাতা হিসেবে, হুকুমদাতা হিসেবে, অব্যশই বিএনপি নেত্রীর দায় আছে। এ সব কর্মকাণ্ডের দায়ে কি ব্যবস্থা নেওয়া যায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সিদ্ধান্ত নেবে।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সামাজিক-সাংস্কৃতি সংগঠন ও ব্যবসায়ীরা স্টল দিয়েছেন।
 
বাংলাদেশ সময়:  ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।