ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেরদৌস মুন্নাকে গ্রেফতারে কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ফেরদৌস মুন্নাকে গ্রেফতারে কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা

ঢাকা: ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল।


 
তারা বলেন, গ্রেফতার আর দমন-পীড়ন করে কোনো আন্দোলনকে বন্ধ করা যায়নি, যাবেও না। বর্তমান অবৈধ সরকার শুধু গ্রেফতার আর দমন-পীড়ন করেই ক্ষান্ত হচ্ছে না, তারা ছাত্রদল নেতাদেরকে হত্যার মিশনে নেমেছে।

তারা বলেন, অবিলম্বে হত্যা, দমন-পীড়ন আর গ্রেফতার বন্ধ করে পদত্যাগ করুন এবং জাতিকে স্বস্তি দিন। অন্যথায় করুন পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হোন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।