ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে লেগুনায় আগুন, ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
গাজীপুরে লেগুনায় আগুন, ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধে গাজীপুরে লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারী। এছাড়া অবরোধের সমর্থনে শিবিরকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-গাজীপুর রুটের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে অবরোধকারীরা একটি লেগুনায় আগুন দেয়।

এর আগে বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় শিবিরকর্মীরা মিছিল বের করে। এ সময় তারা ২/৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে শিবিরকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার আনসার রোডে অবরোধকারীরা চোরাগুপ্তা হামলা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে স্থানীয় সূত্র জানায়।

এ ছাড়াও বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের নন্দনপার্কের সামনে অবরোধকারীরা একটি মাইক্রোবাস ভাঙচুর করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন লেগুনায় আগুন দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।