ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রিয়াজ রহমানকে দেখে এলেন মার্কিন দূতাবাস কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
রিয়াজ রহমানকে দেখে এলেন মার্কিন দূতাবাস কর্মকর্তা রিয়াজ রহমান

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল সেক্রেটারি ক্যাথলিন গিবিলিস্কো।

বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে গিবিলিস্কো রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান।

তিনি রিয়াজ রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে যান। এসময় তিনি সব ধরণের গণমাধ্যমকে এড়িয়ে চলেন।

গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফিরে যাওয়ার পথে গুলশান-২ গোলচত্বর সংলগ্ন ৪৩ নম্বর রোডে রিয়াজ রহমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়িতে আগুনও দেয়া হয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

বাংলাদেশ সময়:  ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫/আপডেট : ১৭১২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।