ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় ২০ দলের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
নওগাঁয় ২০ দলের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: অবরোধে নওগাঁ শহরে মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি-জামায়াতসহ ২০ দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের কেডির মোড় থেকে একটি মিছিলটি বের হয়।

এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে তাজের মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

এদিকে, জেলায় পত্নীতলা উপজেলায় স্থানীয় বিএনপির ডাকা হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পত্নীতলা থানার পরিদর্শক (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় পত্নীতলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।