ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নির্যাতনের স্ট্রিমরোলার চালাচ্ছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
নির্যাতনের স্ট্রিমরোলার চালাচ্ছে সরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সরকার নির্যাতনের স্ট্রিমরোলার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা আড়াই টায় নগরীর উপ শহর পয়েন্ট থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী সোবহানীঘাট পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ ক্ষমতালোভী শেখ হাসিনা সরকারের কু-মতলব হাসিল করতে দেবে না। সুতরাং এই সরকারের শেষ রক্ষাও হবে না।

এসময় সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে এবং কৌশল, ধৈর্য্য ও সাহসিকতার সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বেচ্ছাসেবক দলের নেতা দীপক রায়ের সভাপতিত্বে এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা রায়হাদ বকস রাক্কু, জাবেদ আহমদ জীবন, দেওয়ান নিজাম খান, দেলোয়ার হোসেন চৌধুরী, হামিদ হোসেন।

এছাড়াও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ফাহিম রহমান মৌসুম, মহিদুল হক, ইমরানুল ইসলাম জাসিম, আবু আম্বিয়া, জাকারিয়া আহমদ, ময়নুল ইসলাম, আব্দুল মুকিত মুকুল, ভূলন কান্তি তালুকদার, আব্দুল মোতাকাব্বির সাকি, দেলোয়ার হোসেন, জুবের আহমদ, শেখ নাজমুল ইসলাম, তাজুল ইসলাম সাজু,  সদরুল ইসলাম লোকমান, শেখ মোহাম্মদ শামসুদ্দিন, সোবহান আহমদ, সামিম আহমদ, লিমন আহমদ, সোলেমান আহমদ চৌধুরী, সায়েক চৌধুরী, ইমরান হোসেন, জামিনুল ইসলাম জামি, ফাহাদ মাহফুজ চৌধুরী, কয়সর আহমদ সাহেদ, আতিকুল ইসলাম নাঈম, ইকবাল আহমদ, মোজাম্মেল হোসেন, আব্দুল হামিদ, সৈয়দ মিনহাজ, রাজন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।