ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ড. সেলিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ড. সেলিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর জ্যেষ্ঠ পুত্র, আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. মো. সেলিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে এ শোক জানান তিনি।



প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর জ্যেষ্ঠ পুত্র, বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ড. মো. সেলিম ছিলেন, সৎ ও নিবেদিত প্রাণ জননেতা। তার মৃত্যুতে দেশ একজন সৎ ও দেশপ্রেমিক প্রবীণ নেতাকে হারিয়েছে।

সিরাজগঞ্জের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ড. মো. সেলিমের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) লন্ডনে বার্ধক্যজনিতকারণে ইন্তেকাল করেন ড. মো. সেলিম।  

প্রাধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।