ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পোড়া গাড়ি দিয়ে খালেদার কার্যালয় ভরিয়ে দেওয়ার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
পোড়া গাড়ি দিয়ে খালেদার কার্যালয় ভরিয়ে দেওয়ার হুমকি ছবি: প্রতীকী

ঢাকা: হরতাল-অবরোধের নামে দেশব্যাপী পোড়ানো গাড়িগুলো দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ভরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে সম্মিলিত গাড়িচালক সমাজ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খালেদার কার্যালয় ঘেরাও করতে গিয়ে পুলিশি বাধার মুখে এমন হুমকি দেয় সংগঠনটি।



অবরোধ তুলে নেওয়ার দাবিতে কয়েকশ গাড়ি চালক প্রেসক্লাব থেকে পল্টন কাকরাইল হয়ে খালেদা জিয়ার গুলশানের কার্যালয় অভিমুখে রওয়ানা হন।  

তিন দফায় পুলিশ তাদের বাঁধা দিলে শান্তিনগর মোড় এলাকায় রাস্তায় বসে কিছুক্ষণ অবস্থান নিয়ে অবরোধ তুলে নিতে স্লোগান দেন তারা।

এ অবস্থায় পরবর্তী কমসূচি সম্পর্কে সম্মিলিত গাড়িচালক সমাজের সদস্য সচিব আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, পুলিশ বাধা দেওয়ায় তারা সব প্রস্তুতি স্বত্বেও গুলশান পর্যন্ত যেতে পারেননি। তবে শিগগিরই তারিখ ঘোষণা করে সারাদেশে পোড়া গাড়ি নিয়ে খালেদার গুলশান কার্যালয় ভরিয়ে
দেওয়া হবে।

সেই কর্মসূচি পুলিশসহ কেউ আটকাতে পারবেন বলেও জানান গাড়িচালক সমাজের ওই নেতা।

গত বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, চোরাগোপ্তা বোমা হামলা, নাশকতা ও গাড়িচালকদের পেট্রলবোমা দিয়ে অগ্নিদগ্ধ ও মেরে ফেলার বিরুদ্ধে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় সম্মিলিত গাড়িচালক সমাজ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।