ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

ফেনী: ফেনীতে শান্তিপূর্ণভাবেই পলিত হয়েছে জাতীয়তাবাদী সাইবার ইজার দলের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল।

অবরোধ চলাকালীন অন্যান্য দিনের মত শহরে অভ্যন্তরে যান চলাচল ছিল স্বাভাবিক।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
দুপুর ১টার দিকে ফেনী বড় বাজারে মালবাহী ট্রাক ভাঙচুর ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় হরতালকারীরা।

এছাড়া শহরের পাঠানবাড়ী রোড়, সেন্ট্রাল হাই স্কুলের সামনে ৪/৫টি সিএনজি অটোরিকশায় ভাঙচুর করে হরতালকারীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, দুপুরে বেশ কয়েজন মুখোশধারী ওই এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তারা একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

ট্রাকের মালিক ও জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন বাবুল পাটোয়ারী বলেন, সোমবার বাজারে ২৫টি ট্রাক ভাঙচুরের ঘটনায় বাবু নামের এক যুবককে পুলিশে সোপর্দ করায় এ হামলা চালায় তারা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।