ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাভার-আশুলিয়ার ৩০ গাড়ি ভাঙচুর

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
সাভার-আশুলিয়ার ৩০ গাড়ি ভাঙচুর

সাভার (ঢাকা): সাভার ও আশুলিয়ায় অবরোধের সমর্থনে ৩০টি গাড়ি ভাঙচুর করেছেন অবরোধ সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের শিমুলতলা ও বিশমাইল জিরাবোর আশুলিয়ার কাঠগড়া বাসস্ট্যান্ডে এ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে আশুরিয়ার কাঠগড়া বাসস্ট্যান্ডের আলম সুপার মার্কেটের সামনের রাস্তায় কয়েকজন অবরোধ সমর্থক লাঠি নিয়ে বালুর ট্রাক ও যাত্রীবাহী বাসসহ অন্তত ১২টি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়।

অন্যদিকে, বিকেল তিনটার দিকে সাভারের শিমুলতলা এলাকায় আরেক দল অবরোধ সমর্থক লাঠি নিয়ে ১৮টি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়।

সাভারের শিমুলতলা ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় ৩০টি গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশিচত করে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

** আশুলিয়ার কাঠগড়ায় অবরোধ সমর্থনে ভাঙচুর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।