ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিচারপতির বাড়িতে আগুন

সোনাগাজী পৌর বিএনপির সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
সোনাগাজী পৌর বিএনপির সম্পাদক গ্রেফতার ছবি: প্রতীকী

ফেনী: বিচারপতি কাজী রেজাউল হকের ফেনীর ধলিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের মামলায় সোনাগাজী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল মোবারক ভিপি দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সোনাগাজী হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইকবাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী পৌরসভার হাসপাতাল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ভিপি দুলালকে গ্রেফতার করা হয়। তিনি ধলিয়ায় বিচারপতি কাজী রেজাউল হকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।  
 
৭ জানুয়ারি বিচারপতির গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার দু’দিন পর ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল বাদী হয়ে ছাত্রদল-যুবদলের ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত-পরিচয় সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।  
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫       
       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।