ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নিউমার্কেট ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
নিউমার্কেট ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানী নিউমার্কেট ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নিউমার্কেটের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।



এ সময় আতঙ্কিত হয়ে চারদিকে লোকজন ছোটোছুটি শুরু করে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

এ বিষয়ে নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ধরনের খবর এখনো থানায় পৌঁছেনি।

এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বত্তরা।

শেরে বাংলানগর থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে পুলিশের ম্যমাণ দল পাঠানো হয়েছে।   
 
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।