ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে অবরোধের আগুনে পুড়লো ট্রাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
সিলেটে অবরোধের আগুনে পুড়লো ট্রাক ফাইল ফটো

সিলেট: এবার অবরোধের আগুনে সিলেটে পুড়লো চুনাপাথর বোঝাই ট্রাক। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরীর আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টিলাগড় থেকে আসা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-২২১২) আম্বরখানার লোহারপাড়া গলি অতিক্রম করছিল। এসময় সেখানে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক ট্রাকের গতিরোধ করে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গউছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে ও একই সড়কের সিরাজউদ্দিন একাডেমির সামনে গান পাউডার ছিটিয়ে বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।