বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় আলুবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় সেখানে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, মা মালেকা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ট-১৬-৬৪৮৮) নামে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় পৌঁছুলে একদল দুর্বৃত্ত ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পাশের শেরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ট্রাকের অনেকটা পুড়ে যায়।
এদিকে, একই সময় সেখানে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫