সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা চরে নদীর ঘাটে আব্দুল মান্নান নামে আওয়ামী লীগের এক কর্মীর শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
বোহাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তাফা টুকু বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে বোহাইল নদীর ঘাটে আওয়ামী লীগ কর্মী আব্দুল মান্নানের শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।
নৌকার মালিক আব্দুল মান্নান জানান, প্রতিদিনের মতো রাতে ঘাটে নৌকা রেখে তিনি বাড়ি চলে যান। ভোরে নৌকায় আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন নৌকাটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (এস আই) নুরুতজামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০১৮ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫