খুলনা: যত বাধাই আসুক না কেন, আন্দোলনের ফসল ঘরে না তুলে থামবে না বিএনপি। তাই, ২০ দলের নেতাকর্মীরা ক্রসফায়ার ও বন্দুকের গুলি উপেক্ষা করে লাগাতার কর্মসূচিতে রাজপথে নেমেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে খুলনার কে. ডি. ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ সব কথা বলেন বিএনপির এ নেতা।
মঞ্জু জানান, সরকারবিরোধী চলমান আন্দোলনকে আরো বেগবান ও সফল করতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের চূড়ান্ত বার্তা পাঠানো হয়েছে। আর এ বার্তায় সাড়া দিয়ে সব বাধা উপেক্ষা করে লাগাতার কর্মসূচিতে রাজপথে নেমেছেন ২০ দলের নেতাকর্মীরা।
এ সময় তিনি জানান, খুলনায় বিএনপির নেতাকর্মীরা পুলিশি হয়রানিতে রাতে বাসায় ঘুমাতে পারছেন না। চলমান আন্দোলনে ১১টি মামলায় আসামি দুই হাজারের বেশি নেতাকর্মীকে আসামি এবং দুইশয়ের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, খুলনায় পেট্রোল বোমা মারার ঘটনা না ঘটলেও বিস্ফোরক মামলায় আসামি করা হয়েছে এখানকার নেতাকর্মীদের।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ‘অবরুদ্ধ’ হওয়ার পর খুলনায় বিএনপির নেতাকর্মীরা রাজপথ কাঁপিয়ে তুলছেন বলে দাবি করেন খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, আর এ জন্য তারা অনেক ত্যাগও স্বীকার করছেন। তাদের এ ত্যাগ গর্ব করার মতো।
মঞ্জু বলেন, ৫ জানুয়ারিতে সরকারবিরোধী জোটকে রাজধানীতে সমাবেশ করতে না দিলেও এরপর সারাদেশে খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, তাতে সরকারের ভিত কেঁপে উঠেছে; যার কারণে সরকারি দলের মন্ত্রীরা আবোল-তাবোল বলছেন।
তিনি বলেন, চলমান এ আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করতে কেন্দ্রীয়ভাবে আরো নতুন কর্মসূচি আসছে বলে আমাকে জানানো হয়েছে।
চলমান আন্দোলনে খুলনায় জামায়াত-শিবিরের সম্পৃক্ততা কম কেন জানতে চাইলে মঞ্জু বলেন, চলমান আন্দোলনকে গতিহীন করতে একটি পক্ষ এমন কথা বলছে। সরকার পতনের আন্দোলনে বিএনপি-জামায়াত এক সঙ্গে রয়েছে।
নগর বিএনপির সভাপতি মঞ্জু বলেন, বিরোধীদলের কর্মীদের রক্তে রঞ্জিত হচ্ছে দেশ। জনগণের কাছে সরকার পরিণত হয়েছে, ভয়াল আতঙ্কের প্রতীক হিসেবে।
তিনি বলেন, বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আন্দোলন জোরদার করতে প্রতিটি পাড়া-মহল্লায় সংগ্রাম কমিটি করা হয়েছে।
দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করে মঞ্জু বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে।
গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অনির্দিষ্টকালের যে অবরোধ চলছে, তা অবশ্যই সফল হবে বলে মনে করেন বিএনপির এ নেতা।
বিএনপি-জামায়াতসহ ২০ দলের অপর শরিক দলগুলোর নেতাকর্মী ও দেশবাসী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে, তা সফল না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না বলেও দাবি করেন মঞ্জু।
সরকারকে অবিলম্বে ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, দাবি না মানলে পরিণতি সুখকর হবে না।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫