ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে ১০টি গাড়ি ভাঙচুর, সড়কে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
রূপগঞ্জে ১০টি গাড়ি ভাঙচুর, সড়কে আগুন ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে অন্তত ১০টি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দেড়টার দিকে রূপগঞ্জ উপজেলার নলপাথর এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, রাত দেড়টার দিকে নলপাথর এলাকায় একদল অবরোধকারী অবস্থান নিয়ে হিউম্যান হলার (লেগুনা) ও মালবাহী ট্রাকসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে। এসময় অবরোধকারীরা এশিয়ান হাইওয়ের (বাইপাস) ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।   পরে পুলিশ এসে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।  

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।