ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রীমঙ্গলে ট্রাকে আগুন, চালক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
শ্রীমঙ্গলে ট্রাকে আগুন, চালক দগ্ধ ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় চালক সাইজ উদ্দিন (৪৩) দগ্ধ হয়েছেন।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ চালককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে ভৌরববাজার এলাকা অতিক্রম করছিল। এসময় সেখানে মোটরসাইকেলে করে আসা ৭/৮ জন যুবক ট্রাকের গতিরোধ করে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় চালকের মুখ আগুনে ঝলসে যায়।

খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ট্রাকটি এসএসসির প্রশ্নপত্র আনতে ঢাকা যাচ্ছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।