ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘কুইন অব টেরর’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যতোই বোমা মারছেন, গাড়ি পোড়াচ্ছেন, মানুষ মারছেন তাতে তিনি ততোই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তিনি জনমানুষের নেত্রী নন। তিনি হচ্ছেন ‘কুইন অব টেরর। ’
তিনি বলেন, আজকে খালেদা জিয়ার সহিংসতার হাত থেকে শাক-সবজি পর্যন্ত রক্ষা পাচ্ছে না। তিনি যেভাবে মানুষ হত্যার খেলায় মেতেছেন তাতে তার পক্ষে আর ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
সহিংসতার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান সাবেক এ মন্ত্রী।
সমাবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, বলরাম পোদ্দার, এম এ করিম, সাংবাদিক সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫