ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে শিবিরের মিছিল, ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
গাজীপুরে শিবিরের মিছিল, ভাঙচুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ কর্মসূচির সমর্থনে গাজীপুরে মিছিল করেছে মহানগর শিবির। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে।



শুক্রবার (২২ জানুয়ারি) সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে টঙ্গীতে একটি মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় মিছিল থেকে ৫-৬টি গাড়ি ভাঙচুর ও রাস্তায় আগুন দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।

মিছিলে মহানগর শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, টঙ্গী কলেজ সভাপতি আরিফ রাব্বানি ও শিবির নেতা মোতাহার হোসেন মোহনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।