নড়াইল: নাশকতার আশঙ্কায় নড়াইলে বিএনপির চার কর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নড়াইল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, পুলিশের অভিযানে সদর থানায় নয়জন, লোহাগড়ায় আটজন, কালিয়ায় পাঁচজন ও নড়াগাতী থানায় পাঁচজনকে আটক করা হয়। এদের মধ্যে সদর থানায় চারজন বিএনপির কর্মী রয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, বিএনপির চার কর্মী ছাড়া বাকিরা বিভিন্ন অভিযোগ ও মামলার এজাহারভুক্ত আসামি।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫