ঢাকা: সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে তার প্রয়াণে বাদশার দায়িত্ব নেওয়া সালমান বিন আব্দুলআজিজকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) পৃথক বিবৃতিতে এ শোক জ্ঞাপন ও অভিনন্দন জানান বিএনপি চেয়ারপারসন।
শোক বিবৃতিতে আব্দুল্লাহর আত্মার শান্তি কামনা করে রাজপরিবার ও সৌদি আরবের শোকসন্তপ্ত জনগণের প্রতি সমবেদনা জানান খালেদা জিয়া।
অপরদিকে, পৃথক বার্তায় সৌদি রাজত্বের সর্বোচ্চ পদে দায়িত্ব নেওয়া সালমান বিন আব্দুলআজিজ বিন আব্দুল রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদকে অভিনন্দন জানান সাবেক প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫