ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মানুষ পুড়িয়ে মারা গণতান্ত্রিক কর্মসূচি নয়: মোজাম্মেল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
মানুষ পুড়িয়ে মারা গণতান্ত্রিক কর্মসূচি নয়: মোজাম্মেল হক ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুপ্ত হামলা চালিয়ে মানুষ পুড়িয়ে মারা গণতান্ত্রিক কোনো কর্মসূচি নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডিএইচএমএস  (হোমিওপ্যাথি) কোর্সের সরকারি স্বীকৃতির পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



হোমিও শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মোজাম্মেল হক বলেন, আমরাও (আওয়ামী লীগ) হরতাল অবরোধ দিয়েছি। আমাদের নেতাকর্মীরা রাস্তায় নেমে পুলিশের লাঠিপেটার স্বীকার হয়েছে। কিন্তু গুপ্ত হামলা করেনি। মানুষ পুড়িয়ে হত্যা করেনি। জঙ্গীবাদী কায়দায় গুপ্ত হামলা করে গতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়ন করা যায় না।

মন্ত্রী বলেন, অবরোধ দিয়ে বিএনপির কেউ রাজপথে নেই। সন্ত্রাসীদের দিয়ে সাধারণ মানুষের ওপর করানো হচ্ছে। সন্ত্রাস দমন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকার যে কোনো মূল্যে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করে জনগণের জান-মালের নিরাপত্তা দেবে।

হোমিওপ্যাথির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,বঙ্গবন্ধু  হোমিও বোর্ড গঠন করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হোমিও চিকিৎসকদের কিভাবে আরো ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।

বাংলাদেশ হোমিও মেডিকেল ফেডারেশনের সভাপতি ডা. সাখাওয়াত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সুশান্ত রায়, জিয়াউল হক,আসাদুজ্জামান, বাংলাদেশ ডিএইচএমএস চিকিৎসক সমিতির সভাপতি ডা. জি এম এন জাব্বার ,সাধারণ সম্পাদক ডা. মো দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।