রাজশাহী: ট্রাকবহরে হামলার অপরাধে বিএনপি ও জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা ব্যক্তিরা হলেন, মেহেরচণ্ডী এলাকার আবুল হোসেনের ছেলে তানজিল (২১), একই এলাকার মৃত কোরবান আলীর ছেলে নবাব আলী (২৪), ষষ্ঠীতলা এলাকার ইসলাম শেখের ছেলে রবিউল ইসলাম রুবেল (২২), রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা এলাকার ফজলুল রহমানের ছেলে মিজানুর রহমান পাপ্পু (২০), লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে নাইম (১৮), একই এলাকার আবদুল কাশেমের ছেলে রিফাত হোসেন (১৮), মতিহার থানাধীন ইমাতপুর এলাকার আবদুল জলিলের ছেলে মফিজুল হক (২৮), মিরকামারী এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ববিন (৪০) ও রহনপুর এলাকার ফাহাদ আলীর ছেলে আলী হোসেন (৫০)।
বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকবহরে হামলার অপরাধে বৃহস্পতিবার রাতে পুলিশের পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা বিএনপি, জামায়াত ও শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাত ২টার দিকে তাদের থানায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এসময় রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫