ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ’কে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে শ্বাসকষ্টবোধ করায় তাৎক্ষণিক তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে হান্নান শাহ’র একান্ত সচিব মোহাম্মদ সাজাহান সিরাজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে স্যারের (হান্নান শাহ) শ্বাসকষ্ট বেড়ে যায়। পড়ে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের নিবিরপরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হান্নান শাহ’র পরিবারের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫