ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৩ কর্মীসহ গ্রেফতার ৪৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
দিনাজপুরে জামায়াত-শিবিরের ১৩ কর্মীসহ গ্রেফতার ৪৩

দিনাজপুর: অবরোধে নাশকতামূলক ঘটনা এড়াতে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীররাত থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে জানান, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

এছাড়া বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাতে কাহারোল ও ঘোড়াঘাট উপজেলায় ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দেড়শ’ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় জড়িত ১০ জনসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।