ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে গ্রেফতারের দাবিতে প্রজন্ম লীগের মিছিল-সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
খালেদাকে গ্রেফতারের দাবিতে প্রজন্ম লীগের মিছিল-সমাবেশ

ঢাকা: হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি এবং বিএনপি চেয়ারপাসরন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী প্রজন্মলীগ।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর গুলশান-২ নম্বর গোল চত্বরে মিছিল ও সমাবেশ করেন তারা।



সমাবেশে অংশ নেওয়া সংগঠনটির প্রায় ২ শতাধিক নেতাকর্মী দুপুর দেড়টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে তারা সেখানে দাঁড়িয়েই জামায়াত-বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে ন‍ানা স্লোগান দেন এবং অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেন।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, জুমার নামাজের পর আওয়ামী প্রজন্ম লীগের ব্যানারে প্রায় ২ শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে আসছিলেন। পরে আমরা তাদের সরে যেতে বললে তারা চয়ে যান।   

বৃহস্পতিবারও (২২ জানুয়ারি) সকাল থেকে একই দাবিতে আওয়ামী প্রজন্ম লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।