ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
নোয়াখালীতে শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল শনিবার ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালী শহর শিবিরের সভাপতি গিয়াস কামাল সাজু ও সেক্রেটারি মাহবুবে এলাহীসহ নেতাকর্মীদের আটকের প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা শিবির।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা শিবিরের সিনিয়র নেতা নেয়ামত উল্যাহ শাকের হরতাল ডাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



শিবিরের নেতাকর্মীদের আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে নোয়াখালী জেলা উত্তর শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ মায়াজ ও দক্ষিণ শাখার সভাপতি জিয়াউল হক জিয়া যৌথ ঘোষণার মাধ্যমে এ হরতাল আহ্বান করেন।

নাশকতা পরিকল্পনার অভিযোগে নোয়াখালীতে শুক্রবার সকালে মাইজদীর হাউজিং এস্টেট এলাকায় শিবির পরিচালিত একটি মেস থেকে শহর শাখা শিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।