ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে ‘ডাইনি বুড়ি’ বললেন মায়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
খালেদাকে ‘ডাইনি বুড়ি’ বললেন মায়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: মানুষ হত্যা করে খালেদা জিয়া ‘ডাইনি বুড়িতে’ পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোকেয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



মায়া বলেন, খালেদা জিয়া অহেতুক হরতাল-অবরোধ ডেকেছেন। একদিকে তিনি মানুষ হত্যা করছেন, অন্যদিকে উল্লাস করছেন।

ত্রাণমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল্লাহ হক, দপ্তর সম্পাদক সহিদুল হক, ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ হাসান, প্রধান উপদেষ্টা তারপদ নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।