ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: আর নয় প্রতিবাদ, গড়ে তোল প্রতিরোধ- এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
 
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে শহরের চৌরাস্তায় আয়োজিত প্রতিরোধ সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতি জোটের জেলা শাখার সভাপতি অনুপম মনি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, কমিউনিস্ট পার্টির সভাপতি মেরাজুল হোসেন ও উদীচীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।



সভায় বক্তারা বলেন, সারাদেশে যে নৈরাজ্য ও জ্বালাও পোড়াও চলছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। যে কোনো মূল্যে দ্রুত সাধারণ মানুষের নিরাপত্তাসহ দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারের কাছে আহ্বান জানানো হয়। তা না হলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।