ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

দেশব্যাপী নেতাদের দমন-পীড়নের তীব্র নিন্দা ছাত্রদলের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
দেশব্যাপী নেতাদের দমন-পীড়নের তীব্র নিন্দা ছাত্রদলের

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান দেশব্যাপী ছাত্রদল নেতাদের গ্রেফতার, নির্যাতন ও ছাত্রনেতাদের বাড়ি-ঘরে হামলাসহ তাদের পরিবারের সদস্যদের ওপর অমানবিক দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জ্ঞাপন করেন।



তারা বলেন, অবৈধ সরকারের পুলিশ বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শাহজাহান আলী রিন ও কবি নজরুল কলেজ ছাত্রদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ইসলাম সাদিককে গ্রেফতার করেছে। এছাড়া সারাদেশে দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। যার তীব্র নিন্দা জানাই।

এদিকে, টানা অবরোধের সমর্থনে শুক্রবারও ঢাকায় বিক্ষোভ-মিছিল করেছে ছাত্রদল। এরমধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রনেতা রজিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা- মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আনিসুর রহমান শামীম, আলমগীর কবির, সাঈফুজ্জামান, নাজমুল ইসলাম, শফিক, আক্তারুজ্জামান, সজীব, হারুনুজ্জামান, শামীম, রন্জু, হাসান, শিমুল, সজীব (এফআর) রাজু, প্রিন্স, আহসানুলহক মিঠু (জবি), আখতার, ঢাকা কলেজ ছাত্রনেতা আশিক, আব্দুল্লাহ, অভি (বেসরকারি বিশ্ববিদ্যালয়) প্রমুখ।

এছাড়া, অবরধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে উপস্থিত ছিলেন- ছাত্রনেতা খালিদ (জিয়া হল), জাফর (এসএম হল), শফিক (মহসিন হল), রিয়াদ (অমর একুশে হল), রুবেল (মুজিব হল), আনোয়ার (শহীদুল্লাহ হল), কিবরিয়া (শহীদুল্লাহ হল), অভি (এফএইচ হল), শাহাদাত (এফএইচ হল), মাকসুদ (অমর একুশে হল), মাসুদ (ঢাকা কলেজ ), পাপ্পু (বাঙলা কলেজ) ও আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

** ঢাবি এলাকায় অবরোধ সমর্থনে ছাত্রদলের মিছিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।