ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

২৭ ফেব্রুয়ারি কমিউনিস্ট পার্টির মহাসমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
২৭ ফেব্রুয়ারি কমিউনিস্ট পার্টির মহাসমাবেশ

ঢাকা: দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি আর রাজধানীতে বাড়ি ভাড়া বৃদ্ধির ঠেকাতে ২৭ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সমাবেশে সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ ঘোষণা দেন।

যানজট কমাতে শাটল ও কমিউটর ট্রেন চালু এবং অবিলম্বে সিটি করপোরেশন নির্বাচনসহ  ১১ দফা দাবিতে ঢাকা সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি (সিপিবি)।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ২৭ ফেব্রুয়ারি যে সমাবেশ সেটা কোনো গদিকে রক্ষার জন্য নয়, বাঁচার দাবিতে।

তিনি বলেন, খালেদা জিয়া যে আন্দোলন করছেন সেটা জনগণের অধিকারের বিরুদ্ধে। জনগণের বিপক্ষে গিয়ে নিজেদের স্বার্থ হাসিলের জন্য।

দেশে রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারার উৎসব চলছে বলেও মন্তব্য করেন সিপিবির এ নেতা।

সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নির্দেশ মানেন নি। কারণ বঙ্গবন্ধু সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল ১*৫ গুণ করার কথা বললেও বর্তমান সরকার তা বাড়িয়ে করেছে ১*১০ গুণ। এটা ধনী-গরিবের বৈষম্য বাড়িয়ে দিবে।

সিপিবির সভাপতি বলেন, দেশে আজ মৃত্যু উৎসব চলছে। ঢাকা এখন বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম শহর। এ শহরের অন্যতম বৈশিষ্ট্য উৎকট বৈষম্য। এখানে ৩০ শতাংশ মানুষ বস্তিতে বাস করেন। কিন্তু শাষক শ্রেণী নানা কথা বলে তাদের সমস্যা আড়াল করছে।

তিনি বলেন, পানি-গ্যাস-বিদ্যুত সংকট, গণপরিবহন-যানজট, বাসস্থান, কর্মসংস্থান সংকট ও নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ আজ বিপর্যস্ত। শুধু ঢাকা নয়, মানুষের বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে বাম শক্তিকে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে।

ঢাকা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম আশুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, ঢাকা কমিটির সভাপতি মো. কাদের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।