ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বুলবুল-মিনুর মামলা ডিবিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
বুলবুল-মিনুর মামলা ডিবিতে

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার দুপুরে মামলাটি অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।



সোমবার (১৯ জানুয়ারি) রাজশাহী রেশম ভবনের সামনে গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়ে আম্বিয়া বেগম নামের এক নারীকে দগ্ধ করে অবরোধ সমর্থকরা। এ ঘটনায় পর দিন বিএনপির তিন শীর্ষ নেতাসহ ২৯ জনের নাম উল্লেখ করে ৮৯ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।