ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার কার্যালয়ে ঢাবির শিক্ষক প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
খালেদার কার্যালয়ে ঢাবির শিক্ষক প্রতিনিধি দল ছবি: র‍াশেদ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার কার্যালয়ে প্রবেশ করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে খালেদার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।



প্রতিনিধি দলে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।