ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাঘারপাড়ায় পেট্রল বোমাসহ শিবির নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
বাঘারপাড়ায় পেট্রল বোমাসহ শিবির নেতা আটক ছবি: প্রতীকী

যশোর: যশোরের বাঘারপাড়ায় তিনটি পেট্রল বোমা ও দুইটি ককলেটসহ শিবির নেতা সজিব হাসান (১৯) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বারভাগ গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সজিব বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ও বারভাগ গ্রামের আব্দুল্লাহ মোল্লার ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুব আলী সরদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবির নেতা সজিবের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি পেট্রল বোমা ও দুইটি ককলেটসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শনিবার (২৪ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।   
                        
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।