ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ, গুলি বর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ, গুলি বর্ষণ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ওসমানী মেডিকেল সড়কের কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ২০ দলীয় জোটের অবরোধ সমর্থনে ঝিটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে, জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের প্রতিহত করতে গুলি চালায়। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে কাজলশাহ এলাকার বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম বাংলানিউজকে বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করে নাশকতা চালায়। পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২০ রাউন্ড গুলি করে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।