ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নাশকতাকারীদের তালিকা করছে যশোর আ.লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
নাশকতাকারীদের তালিকা করছে যশোর আ.লীগ

যশোর: অবরোধ ও হরতাল সফল করার নামে নাশকতা সৃষ্টিকারী এবং তাদের মদদদাতাদের তালিকা তৈরির কাজ শুরু করেছে যশোর জেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী যশোরে জেলা, উপজেলা এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এলাকা ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।

এসব কমিটির সদস্যরা প্রত্যেক এলাকার বোমাবাজ, নাশকতা সৃষ্টিকারী ও তাদের মদদদাতাদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।

এ তালিকায় প্রকৃত বোমাবাজ ও নাশকতা সৃষ্টিকারীদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে রাজপথ দখলে রাখছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াতের ডাকা প্রত্যেকটি অবরোধ ও হরতাল বিরোধী মিছিল সমাবেশের মাধ্যমে রাজপথ গরম করছে সংগঠনটি। আগামী ১২ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত রয়েছে।

দলের নতুন কমিটিতে পদ পেতে আগ্রহীরা রাজপথে নিজেদের পারফরমেন্স দেখাতে তৎপর রয়েছেন। আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতারা বলছেন, জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বাংলানিউজকে বলেন, সভা সমাবেশের মাধ্যমে হরতাল অবরোধ প্রত্যাখান করা হয়েছে। বিএনপি-জামায়াত যাতে রাজপথে নামতে না পারে, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছে।

৫ জানুয়ারির আগে থেকেই যশোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথ দখলে রেখেছে। জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জানমালের রক্ষায় তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি এলাকায় বোমাবাজ, নাশকতা সৃষ্টিকারী ও তাদের মদদদাতাদের তালিকা তৈরি করা হচ্ছে। ওই তালিকা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যশোরের মানুষের শান্তি বিনষ্ট করতে যারা তৎপর রয়েছে সেই অপশক্তিকে নির্মূল করা হবে।
                       
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।