বরিশাল: নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বরিশাল জেলায় রোববার (২৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০দল।
বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলায় গ্রেফতার, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের এবং ২০দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বরিশাল মহানগর বিএনপির সভাপতি।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫