ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান খালেদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
অবরোধে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান খালেদার ছবি: র‍াশেদ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ অব্যাহত থাকবে জানিয়ে জনগণকে অবরোধে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

তিনি বলেছেন, চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

যতদিন  পর্যন্ত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া না হবে, ততদিন পর্যন্ত অবরোধ চলবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার  সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে এ সব কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপউপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার।

তিনি বলেন, ম্যাডাম (খালেদা) আমাদের বলেছেন, অবরোধ চলবে। তিনি আমাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন,  অবরোধে তাদের আরো অংশগ্রহণ চান।

তিনি বলেন, ম্যাডাম (খালেদা) সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউসুফ হায়দার বলেন, ম্যাডামকে গ্রেফতারের যে আলোচনা চলছে, তার পরিপ্রেক্ষিতে যদি সত্যি তাকে গ্রেফতার করা হয়, তবে এটি হবে সরকারের সবচেয়ে বড় ভুল।

তিনি বলেন, যারা সরকারকে এই বুদ্ধি দিচ্ছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে দেশে চলমান আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে।

এর আগে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১১ জন শিক্ষক ছিলেন। তারা হলেন- ইসরাফিল রতন, শফিউল্লাহ, মোরশেদ হাসান খান, আমিনুর রহমান মজুমদার, তাহমিনা আক্তার তফি, মাহফুজুল ইসলাম, নুরুল ইসলাম, ওবাইদুল ইসলাম ও সাইফুল্লাহ।

এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাবির সাবেক উপউপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫, আপডেটেড: ২১৩৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।