ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সৌদি বাদশাহর মৃত্যুতে খালেদার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
সৌদি বাদশাহর মৃত্যুতে খালেদার শোক আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ

ঢাকা: সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (২৩ জানুয়ারি) শোক জানিয়ে দেশটির নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদকে এক বার্তা পাঠান খালেদা।



শোকবার্তায় তিনি বলেন, সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম এবং নিকট বন্ধুকে হারিয়েছে।

‘সৌদি আরবের জনগণ যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করি’—বলেন খালেদা।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।