খুলনা: বিএনপির বড় নেতারা পালিয়ে থেকে ভাড়াটে টোকাই দিয়ে আন্দোলন চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর রূপসার বেলায়েত হোসেন সড়কের নিজবাড়িতে বাংলানিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
হারুনুর রশীদ বলেন, সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে খালেদা জিয়া ও তার দোসর জামায়াত একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বোমা ও পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে সর্বশান্ত করছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, কেন্দ্রের নির্দেশে খুলনায় নাশকতা ঠেকাতে পাড়া-মহল্লায় তৃণমূল পর্যায়ে ১৪ দলের নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু করেছে ১৪ দল।
তিনি বলেন, এ ব্যাপারে এরই মধ্যে মহানগর ও জেলা শাখার প্রত্যেকটি ইউনিটে জোটের শরিক দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধে চোরাগোপ্তা পেট্রোল বোমা হামলা ও নাশকতার বিরুদ্ধে মাঠপর্যায়ে জনমত গঠন করবে এই প্রতিরোধ কমিটি। পাশাপাশি নাশকতাকারীদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে।
শেখ হারুনুর রশীদ প্রশ্ন রেখে বলেন, আত্মগোপানে থেকে সংবাদমাধ্যমকে পাঠানো বিবৃতিতে বিএনপির নেতারা দাবি করেছেন, তারা নাশকতা করছেন না। তাহলে বিএনপির স্থায়ী কমিটির নেতাসহ জেলা মহানগরের নেতারা পালিয়ে বেড়াচ্ছেন কেন?
তিনি দাবি করেন, সংবাদমাধ্যম কর্মীদের খবর দিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে বিএনপি ও জামায়াত-শিবিরের ভাড়াটে কর্মীরা। এদের মধ্যে অনেকেই টোকাই।
জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, গণবিরোধী অবরোধ ও হরতাল করে দেশ ও জাতির উন্নয়নকে ধ্বংস করতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে এ নাশকতা করছেন। তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন না।
দশম জাতীয় নির্বাচনে না এসে খালেদা জিয়া ভুল করেছেন উল্লেখ করে শেখ হারুনুর রশীদ বলেন, বিএনপি নেত্রী যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছেন, সেই তত্ত্বাবধায়কের আমলে তিনি গ্রেফতার হয়েছিলেন। নির্বাচনে না এসে তিনি ভুল করেছেন। এখন তার মাশুল দিচ্ছেন।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে থেকে গণ্ডমূর্খের মতো জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে আবোল-তাবোল বলছেন, যা জাতির জন্য লজ্জাজনক।
তিনি বলেন, তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন। সেই কারণে ছাত্রজীবন থেকে প্রায় ৫২ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তিনি।
ক্ষোভের সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধু না থাকলে জিয়াউর রহমানের সহধর্মিণী হতে পারতেন না খালেদা। অথচ আজ খালেদা জিয়া বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে মিথ্যা জন্মদিন পালন করেন।
‘অবরুদ্ধ’ খালেদা প্রসঙ্গে হারুনুর রশীদ বলেন, খালেদাকে মুক্ত করা হলেও তিনি বাইরে বের হচ্ছেন না। নিজেই ‘অবরুদ্ধ’ হয়ে রয়েছেন।
বিএনপি নিজেকে ইসলামের পক্ষের দল দাবি করলেও তা বার বার ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার সময় যারা অবরোধ দিতে পারে, তারা কী করে ইসলামের পক্ষের দল হতে পারে!
২ ফেব্রুয়ারি আসন্ন এসএসসি পরীক্ষার আগে অবরোধ তুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেলে-মেয়ে নয়, বিএনপিরও আছে।
হারুনুর রশীদ অভিযোগ করেন, বিএনপি ইস্যু ছাড়া অবরোধ হরতাল করে দেশ ও জনগণের উন্নয়ন ও অগ্রগতিকে ধ্বংস করতে চায়। মূলত তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে এ অন্দোলন করছে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপি-জামায়াতের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০০, ২০১৫